ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুবির ফয়জুন্নেছা হলের নতুন প্রভোস্ট সাদেকুজ্জামান

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
কুবির ফয়জুন্নেছা হলের নতুন প্রভোস্ট সাদেকুজ্জামান মো. সাদেকুজ্জামান ও ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের নতুন প্রভোস্ট মো. সাদেকুজ্জামান এবং পরবর্তী প্রক্টর নিয়োগ না দেওয়া পর্যন্ত বর্তমান প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে তার দায়িত্বে বহাল রাখা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

রেজিস্ট্রার সূত্রে জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের পূর্ববর্তী প্রভোস্ট গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান শিক্ষা ছুটিতে যাওয়ায় হলের সিনিয়র হাউজ টিউটর মো. সাদেকুজ্জামানকে প্রভোস্ট পদে নিয়োগ দেওয়া হয় এবং প্রক্টর পদের মেয়াদ গত ১০ জুন শেষ হওয়ায় নতুন প্রক্টর নিয়োগ না দেওয়া পর্যন্ত বর্তমান প্রক্টর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকেই তার দায়িত্বে বহাল রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ