ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
শাবিপ্রবিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তিন দিনব্যাপী  চোখ ফিল্ম সোসাইটির উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার  (৫ জুলাই) বিকেল ৩টা ও সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘হৃদয়ের রংধনু’ শিরোনামে চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।

শনিবার (৬ জুলাই) একই স্থানে সকাল ১১টা, বিকেল ৩টা ও সাড়ে ৫টায় এ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

চলচ্চিত্রের পরিচালক রাজিবুল হোসাইন। এদিকে মূল চরিত্রে অভিনয় করেছেন, ম্যাকিং মারমা, রায়হান শশি, সাদিয়া মাহি, তেরেসা আন্দ্রিয়ানা।

প্রযোজক হিসেবে রয়েছেন রাকিবুল হোসাইন, রাজিবুল হোসাইন, জয় হোসেন, রিয়া রহমান, তাসনিম খন্দকার, লিপি হোসেন।  

উল্লেখ্য, বাংলাদেশে এটি  প্রথম  অ্যাডভেঞ্চার বাংলাদেশি চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ