ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ৪১তম ব্যাচের রাজা যুব, রানি শ্যামা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
জাবির ৪১তম ব্যাচের রাজা যুব, রানি শ্যামা শ্যামা ও যুব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪১তম আবর্তনের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে (র‌্যাগ-৪১) বাংলা বিভাগের আরমান খান যুব এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য রাজা-রানি নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাকসু ভবনে এ ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দিপঙ্কর দাস।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে মোট ১২০৮ জন ভোট দিয়েছেন।

এতে ৬৪১ ভোট পেয়ে যুব রাজা নির্বাচিত হয়েছেন। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সিয়াম পেয়েছেন ৫৬২টি ভোট।

অন্যদিকে ৬২৮ ভোট পেয়ে শ্যামা রানি নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নোভা পেয়েছেন ৫৮০টি ভোট।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

র‌্যাগ-৪১ এর আহ্বায়ক আবদুর রহিম জুয়েল জানান, জুলাইয়ের শেষ সপ্তাহে র‌্যাগ উৎসবের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এবারের র‌্যাগ প্রতিবারের মতো বর্ণিল ও বর্ণাঢ্য হবে।

বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ