ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ৮, ২০১৯
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বরিশাল: তৃতীয় দিনের মতোও ক্লাস-পরীক্ষা বর্জন করে চার দফা দাবিতে আন্দোলন করছেন বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (০৮ জুলাই) সকাল ১০টায় শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের নার্সিং কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ফলে তৃতীয় দিনের মতো অচল অবস্থা বিরাজ করছে বরিশাল নার্সিং কলেজে।

এ সময় তারা নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস ‘বিসিএস সেবা’ চালুর দাবিও জানান।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বর্তমানে নার্সিং শিক্ষার্থীদের ছয় হাজার ইন্টার্ন ভাতা দেওয়া হচ্ছে। যা যুগের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দাবি করে তারা ইন্টার্ন ফি ২০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানায়। একইসঙ্গে স্টাইপেন্ড দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকায় উন্নীত করা, সব নার্সিং কলেজের জন্য ক্লিনিক্যাল প্র্যাকটিস নার্স পদ সৃষ্টি ও পূরণ করা এবং নতুন কারিকুলাম সংশোধন না করা পর্যন্ত পুরাতন কারিকুলাম বহাল রাখার দাবি জানান সংগঠনের বরিশালের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বরিশাল নার্সিং কলেজে প্রায় সাড়ে ৪শ শিক্ষার্থী অধ্যয়নরত।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ