ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে মুখে কালো কাপড় বেঁধে যৌন হয়রানির প্রতিবাদ

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৯
রাবিতে মুখে কালো কাপড় বেঁধে যৌন হয়রানির প্রতিবাদ মুখে কালো কাপড় বেঁধে যৌন হয়রানির প্রতিবাদ। ছবি: বাংলানিউজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা। 

সোমবার (৮ জুলাই) দুপুরে রাবির সাবাস বাংলাদেশ ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে বয়কট করার আহ্বান জানান।

একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে শিক্ষকের শাস্তির দাবি জানান।  

গত ২৫ জুন ও ২৭ জুন ইনস্টিটিউটের শিক্ষক বিষ্ণু কুমার অধিকারীর বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন দুই শিক্ষার্থী। এরপর ২ জুলাই অভিযোগ আমলে নিয়ে ইনস্টিটিউটের সব একাডেমিক কার্যক্রম থেকে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ