ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি’র সঙ্গে বিএসএমআরএমইউ’র চুক্তি স্বাক্ষর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
পবিপ্রবি’র সঙ্গে বিএসএমআরএমইউ’র চুক্তি স্বাক্ষর

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং চট্টগ্রামের বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভাইস-চ্যান্সেলর কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ এবং বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল খালেদ ইকবাল।

অনুষ্ঠানে পবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মাদ আলীসহ উভয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দু’টির মধ্যমে গবেষণা ও একাডেমিকের কার্যক্রম তরান্বিত হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।