ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্য প্রদর্শনী শুরু

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্য প্রদর্শনী শুরু

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অন্যতম নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের ২১ বছর পদার্পণ উপলক্ষে তিন দিনব্যাপী নাট্য প্রদর্শনী শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় সেন্টারের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনের সদস্যরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে তারা কেক কেটে তিন দিনব্যাপী এ আয়োজন উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন দিক থিয়েটারের উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমিন সাথী, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুখলেছুর রহমানসহ সংগঠনের সদস্যরা।

তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিন (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে লিটল থিয়েটারের পরিবেশনায়  'ভাইবে রাধারমণ' নাটক মঞ্চায়িত হবে।

তৃতীয় দিন (১৮ সেপ্টেম্বর) বুধবার একইস্থানে সন্ধ্যা সাড়ে ৬টায় দিক থিয়েটার পরিবেশনায় 'পুঁটি রামায়ণ' নাটক মঞ্চায়িত হবে।

‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ এ স্লোগানকে সামনে রেখে শাবি থিয়েটার ১৯৯৯ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করে দিক নাট্যসংঘ নামে। বর্তমানে দিক থিয়েটার নামে পারিচিত।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।