ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটে রোবটিক্স প্রতিযোগিতা ২৬ সেপ্টেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
রুয়েটে রোবটিক্স প্রতিযোগিতা ২৬ সেপ্টেম্বর

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। এদিন সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ। বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। 

প্রতিযোগিতাটি ৫টি ইভেন্টে অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো পোস্টার প্রেজেন্টেশন, প্রোজেক্ট শোকেজ, রোবো রেসলিং, মাড রোভার ও স্পিড ব্যাটেল।

উদ্বোধনের পর পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে। এরপর বাকি ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে। দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

এদিন বিকেল ৫টায় প্রতিযোগিতার সমাপণী পর্ব অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দশজনকে পুরষ্কৃত করা হবে। এ ছাড়াও বিভিন্ন ইভেন্টের বিজয়ী টিমগুলোকে সর্বমোট ২ লাখ ১৮ হাজার টাকার প্রাইজমানি দেওয়া হবে।

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সজল কুমার দাস বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রযুক্তিগত শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি পাবে, যা পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।