ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ২ দিনব্যাপী মাভৈঃ আবৃত্তি উৎসব

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
শাবিপ্রবিতে ২ দিনব্যাপী মাভৈঃ আবৃত্তি উৎসব শোভাযাত্রা, ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদের উদ্যোগে আবৃত্তি উৎসব’ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে মিলিত হয়।

 

সংগঠনের সভাপতি জোবায়ের মাহমুদের সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জায়েদা শারমীন, ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহতাব সুমনসহ সংগঠনের সদস্যরা।

দু’দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন মঙ্গলবার বিকেল ৫টায় বিশ্বাবদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের প্রযোজনা ‘সময়ের আর্তনাদ’, মৌলিক শ্রুতিনাটক ‘সেই দিন’।

দ্বিতীয় দিন বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় একইস্থানে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনা, মাভৈঃ সাবেক সদস্যদের আবৃত্তি পরিবেশনা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।