ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

২০২০ সালের শুরুতে জকসু নির্বাচন: উপাচার্য

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
২০২০ সালের শুরুতে জকসু নির্বাচন: উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) গঠনতন্ত্র ও জকসু আইন সংশোধনে গঠিত কমিটি তাদের রিপোর্ট উপাচার্য বরাবর জমা দিয়েছেন।  জকসুর গঠনতন্ত্র প্রণয়ন ও আইন সংশোধন রিপোর্টও জমা দিয়েছে কমিটি। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা এ সংক্রান্ত যে কমিটি গঠন করেছিলাম, সেটির রিপোর্ট তারা জমা দিয়েছেন।

পরবর্তী সিন্ডিকেটে রিপোর্টটি উপস্থাপন করবো। আগামী নভেম্বরে সিন্ডিকেটের সভা রয়েছে। যেহেতু আমাদের সিনেট নেই, সিন্ডিকেটের সর্বময় ক্ষমতা রয়েছে। সেখান থেকেই পরবর্তী করণীয় ঠিক করা হবে। আগামী বছরের শুরুতে সমাবর্তনের পর জকসু নির্বাচন দেওয়ার চিন্তা রয়েছে।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সরকার আলী আক্কাস বলেন, আমাদের কাছে জকসুর আইন সংশোধনের জন্য যে মতামত চাওয়া হয়েছিল আমরা তা জমা দিয়েছি। এছাড়া জকসুর গঠনতন্ত্রও জমা দেওয়া হয়েছে।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) বিষয়ে কোনো ধারা বা উপধারা না থাকায় বিশ্ববিদ্যালয় আইনে উক্ত ধারা বা উপধারা সংযোজন ও জকসুর গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে আইন সংশোধনের প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য জবির আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাসকে আহ্বায়ক করে জকসু গঠনতন্ত্র প্রণয়ন এবং আইন সংশোধন সংক্রান্ত চার সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

সেসময় কমিটিকে ৪৫ কার্যদিবসের মধ্যে আইন সংশোধনের জন্য সুপারিশ ও জকসুর গঠনতন্ত্র প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়। তবে ৪৮ কার্যদিবস পর রিপোর্ট জমা দেন এই কমিটি।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
কেডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।