ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুয়েটছাত্র ফাহাদ হত্যার প্রতিবাদে খুবিতে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
বুয়েটছাত্র ফাহাদ হত্যার প্রতিবাদে খুবিতে মানববন্ধন

খুলনা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও প্রতিবাদ নাটক প্রদর্শন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (৭ অক্টোবর) বিকেলে ক্যাম্পাস এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধনে ফাহাদ হত্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, দেশবিরোধী কোনো কিছু নিয়ে প্রতিবাদ করলে বা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মতামত প্রকাশ করলে কেন কাউকে মার খেতে হবে? কেন কাউকে জামাত-শিবির ট্যাগ দেওয়া হবে? তাহলে কী দেশের স্বার্থবিরোধী কোনো কিছুর প্রতিবাদ করা যাবে না।

শিক্ষার্থীরা অবিলম্বে ফাহাদ হত্যাকাণ্ডের বিচার ও আগামীতে এ ধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানায়। এতে বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
এমআরএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।