রোববার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের জার্মান বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠনের সুযোগ সম্পর্কে আলোচনা করেন।
এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মো. শহীদুল্লাহ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর রকীব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের আরকাইভস ও ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২০
এসএইচ