ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ১০ দিনের নাট্যোৎসব শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
জাবিতে ১০ দিনের নাট্যোৎসব শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): ‘ঐতিহ্যের দ্রোহী মননে, আগামীর আবাহনে’ স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটারের (অডিটোরিয়াম) ৪০ বছর পূর্তি উপলক্ষে ১০ দিনের নাট্যোৎসব শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তঞ্চে ‘গোলাপজল’ নাটকের মাধ্যমে ‘ঐতিহ্যের চার দশক পূতি উৎসব-২০২০’ শুরু হয়।

এর আগে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন থিয়েটার আর্ট ইউনিটের দলপ্রধান রোকেয়া রফিক বেবি।

এসময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহসান, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি দীপঙ্কর দীপ প্রমুখ উপস্থিত ছিলেন।

১০ দিনের এ নাট্যোৎসব চলবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটক মঞ্চায়িত হবে।

আয়োজনের ২য় দিন সোমবার (১০ ফেব্রুয়ারি) বাতিঘরের প্রযোজনায় নাটক ‘রেডিক্লিফ লাইন’, ৩য় দিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘চিলেকোঠার সেপাই’, ৪র্থ দিন বুধবার (১২ ফেব্রুয়ারি) মণিপুরী থিয়েটারের প্রযোজনায় নাটক ‘হ্যাপী ডেজ’, ৫ম দিন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযোজনায় নাটক ‘দ্য এক্সিডেন্টাল ডেথ অফ অ্যান এনার্কিস্ট’, ৮ম দিন রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রাচ্যনাটের প্রযোজনায় নাটক ‘খোয়াবনামা’ ও ৯ম দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনায় নাটক ‘মলুয়া সুন্দরী’।

এছাড়া উৎসবের ৬ষ্ঠ দিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের পূনর্মিলনী ও ৭ম দিন শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর থিয়েটারের গানের প্রযোজনা ‘মধ্যরাতের কবিতা ও গান’ পরিবেশিত হবে। উৎসবের শেষদিন মঙ্গলবার অনুষ্ঠিত হবে মালেক বয়াতীর পরিবেশনায় পালাগান।

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।