ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে করোনা ভাইরাস বিষয়ক সেমিনার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
জাবিতে করোনা ভাইরাস বিষয়ক সেমিনার

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা বাড়াতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ ‘ইমারজেন্স অ্যান্ড আউটব্রেক অব নভেল করোনা ভাইরাস: অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিকউশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (এনআইপিএসওএম) প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা খানম বলেন, ‘করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য সারাদেশে ব্যাপকভাবে প্রচার চালাতে হবে। এটি একটি প্রাণঘাতী ভাইরাস। এ রোগের ভয়াবহতা নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এছাড়া বক্তারা সরকার, জনগণ ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে এ ভাইরাস দমনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মো. তাজউদ্দিন শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভ্র কান্তি দে ও ইনস্টিটিউট অব ইপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) টেকনিক্যাল অ্যাডভাইজার ড. মোহাম্মদ মুশতাক হুসাইন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।