মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দাখিলের গণিত পরীক্ষা শুরুর সময় কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন।
পরিদর্শনের সময় অসদুপায় অবলম্বন করে সেটকোড ভরাটের অভিযোগে ১৩ জন দাখিল পরীক্ষার্থীকে বহিস্কার করেন তিনি।
কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা আবু সাইয়্যেদ মো. কামেল জানান, মঙ্গলবার গণিত পরীক্ষার বিভিন্ন মাদ্রাসার ১৩ জন পরীক্ষার্থী সেডকোড ভরাটে অনিয়ম করে। পরীক্ষার্থীরা খাতা জমা দেওয়ার পর বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ফারিহা তানজিন এবং তার কাছে ধরা পরলে ওই ১৩ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমএস/এবি