বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে থেকে বেলা ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটে শতভাগ ক্লাস নিশ্চিত করা, দ্বিতীয় শিফটের জন্য নতুন শিক্ষক নিয়োগ দেওয়া, ল্যাবগুলো সংস্কার করা, আবাসিক ব্যবস্থার উন্নয়ন ও সিট সংখ্যা বৃদ্ধি করাসহ ১০ দফা দাবির কথা জানিয়ে বক্তব্য ও স্লোগান দেয়।
ইনস্টিটিউটের সিভিল বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমার জানান, তাদের দাবি মেনে নেওয়া না হলে আগামী শনিবার থেকে লাগাতার আন্দোলন শুরু করবেন।
এদিকে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালনের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং ইনস্টিটিউট প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএস/এএটি