বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রী গোপালগঞ্জ সার্কিট হাউজ থেকে টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে গাড়িবহর থামিয়ে দেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ৮ম দিনের মতো আন্দোলন করছেন বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদালয়ের সব ধরনের ক্লাস ও ল্যাব পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দিয়েছে তারা। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা মেরে দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়াসহ যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি এক সভায় বিশ্ববিদ্যালয়টিতে ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ প্রদান করায় শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ২০১৭-১৮ শিক্ষা বর্ষ থেকে এ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। বর্তমানে এ বিভাগটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। কিন্তু এ বিভাগটি ইউজিসি থেকে অনুমোদন না নেওয়ায় ইউজিসি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এসএইচ