ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শনিবার রাতে এসএসসি পরীক্ষা দেবে ২৯ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
শনিবার রাতে এসএসসি পরীক্ষা দেবে ২৯ শিক্ষার্থী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রীস্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৯ শিক্ষার্থী শনিবার রাতে এ বছরের এসএসসি পরীক্ষা দেবে। 

ধর্মীয় বিধান মতে শনিবার দিনে লেখা নিষেধ থাকায় রাতে এসব পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেবে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

 

মুকসুদপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ধর্মীয় বিধান মতে এই ধর্মের অনুসারীদের শনিবার দিনে লেখা নিষেধ রয়েছে, সেজন্য ঢাকা বোর্ডের অনুমতিক্রমে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হবে।  

মুকসুদপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল কাইয়ুম বলেন, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছি। অন্যান্যদের সঙ্গে ওই ২৯ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হবে। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হবে। এ বছর ওই শিক্ষার্থীদের ১৫ ও ২২ ফেব্রুয়ারির পরীক্ষা রাতে নেওয়া হবে।

জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মিনতি বৈদ্য জানান, ঢাকা বোর্ডের নির্দেশে আমরা এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিয়েছি। এ বছর ১৫ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী শনিবারের পরীক্ষাগুলো রাতে দেবে। পরীক্ষার্থীরা এখন কেন্দ্রে অবস্থান করছে। আশা করছি, কোনো প্রকার সমস্যা ছাড়াই ওই শিক্ষার্থীরা রাতে পরীক্ষা দিতে পারবে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।