ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলা অলিম্পিয়াড ২০২০’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলা অলিম্পিয়াড ২০২০’

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলা অলিম্পিয়াড ২০২০’ আয়োজন করতে যাচ্ছে বেল্ফাস্ট ইন্টারন্যাশনাল স্কুল।

বাংলা ভাষার প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টি করতে এ উদ্যোগ নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। ‘ওই নট আই’ (সোস্যাল অরগানাইজেশান) এর সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেবে।

যেসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেবে সেগুলো হলো- বর্ণ দেখে শব্দ গঠন, ছবি দেখে ফুল, ফল, পশু, পাখির নাম লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শুরু থেকেই শিশুদের জন্য শিক্ষণীয় বিভিন্ন ধরণের আয়োজন করে আসছে বেল্ফাস্ট ইন্টারন্যাশনাল স্কুল। এরমধ্যে, কিডস ফেয়ার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সপ্তাহ ও পিঠা উৎসবসহ রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা ও বিনোদনমূলক আয়োজন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।