ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ডে জেএসসিতে ছেলেরা এগিয়ে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৮, ডিসেম্বর ২৮, ২০১১
দিনাজপুর শিক্ষাবোর্ডে জেএসসিতে ছেলেরা এগিয়ে

দিনাজপুর: দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায় মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে।


 
দিনাজপুর শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রকিবুল ইসলাম বাংলানিউজকে জানান, এবারে জেএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যা ৭১ হাজার ৭৫৫ জন ও মেয়েদের সংখ্যা ৬৮ হাজার ১৮৮ জন।

এছাড়া ছাত্রের পাসের হার ৮৪.৯৬ ও ছাত্রীর পাসের হার ৮৩.৭৯ শতাংশ।

দিনাজপুরের ৮টি জেলা থেকে মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৪৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ২ হাজার ৬১ জন ও ছাত্রীর সংখ্যা ১ হাজার ৫৮৪ জন।

বাংলাদেশ সময়:১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।