ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরগুনায় শিক্ষাবৃত্তি পেলো ১৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুন ২৯, ২০২০
বরগুনায় শিক্ষাবৃত্তি পেলো ১৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী

বরগুনা: বরগুনার তালতলী উপজেলায় ১৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে মাথাপিছু ২৫ হাজার টাকা করে মোট চার লাখ ৭৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। 

সোমবার (২৯ জুন) দুপুর ১টার দিকে বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ শিক্ষার্থীদের হাতে এ বৃত্তির চেক তুলে দেন।  

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ থেকে এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

 

এসময় ডিসি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, প্রধানমন্ত্রী এবং তার সরকারের লক্ষ্য কোনো নাগরিক যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এ জন্য সরকার প্রাইমারি থেকে উচ্চপর্যায় সব শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি শিক্ষার উপকরণ দিয়েও সহায়তা করছে। স্থানীয় প্রশাসন থেকেও শিক্ষাবৃত্তিসহ সহায়তা অব্যাহত রয়েছে।  

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।