ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেলেন ৩০ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ৩০, ২০২০
সিলেট বোর্ডে পুনর্মূল্যায়নে জিপিএ-৫ পেলেন ৩০ জন সিলেট শিক্ষা বোর্ড

সিলেট: এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রকাশিত ফলাফলে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। খাতা পুনর্মূল্যায়নের পর আরও ৩০ জন জিপিএ-৫ পেয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) খাতা পুনর্মূল্যায়নে আরও ৩০ জন জিপিএ-৫ পান। ফলে সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২৯৩।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এসএসসিতে খাতা পুনর্মূল্যায়নে ১১ হাজার ৮৭৫ জন ২৩ হাজার ৭৯০টি আবেদন করেছিলেন। এর মধ্যে ১৬৫ জনের খাতায় পরিবর্তন এসেছে। এর মধ্যে ১৪৯ জনের জিপিএ পয়েন্টে পরিবর্তন আসে। জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন ছাড়াও নম্বর বেড়েছে ১৩ জনের। এছাড়া, ফেল রয়েছেন ৩ জন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুন ৩০, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।