ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘করোনা মোকাবিলায় প্রযুক্তির বিকল্প নেই’

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জুন ৩০, ২০২০
‘করোনা মোকাবিলায় প্রযুক্তির বিকল্প নেই’

ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় প্রযুক্তিকে কাজে লাগানোর বিকল্প নেই। নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আধুনিক ডিভাইস স্মার্ট সেন্সর সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তার উন্নয়নে যেমন কাজ করছে; তেমনি তা দূরত্ব বজায় রেখে বৈশ্বিক এ মহামারি করোনা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে একটি সেন্সর মানব শরীরের তাপমাত্রা, অন্যান্য উপসর্গ ও গতিবিধি পর্যালোচনা করে করোনা শনাক্তে সাহায্য করবে। শুধু তাই নয়, কারো সংস্পর্শে গেলে এমনকি হ্যান্ডসেক করতেও বাধা দেবে এ সেন্সর।

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে সোমবার (২৯ জুন) ‘ইমার্জিং সেন্সিং অ্যান্ড কম্পিউটিং টু অ্যাড্রেস কোভিড-১৯’ শীর্ষক দুই দিনব্যাপী এক অনলাইন বক্তব্যে অতিথিরা এসব কথা বলেন।  

বিশ্ববিদ্যালয়ের আইইইই স্টুডেন্ট ব্র্যাঞ্চ এবং আইইইই কম্পিউটার সোসাইটি স্টুডেন্ট চ্যাপ্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির এতে স্বাগত বক্তব্য দেন।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইতালির ইউনিভার্সিটি অব ক্যালাবরিয়ার অধ্যাপক ড. জিয়ানকার্লো ফর্টিনো, যুক্তরাষ্ট্রের বেল ল্যাবের আইওটি ডিরেক্টর ড. ফাহিম কাওছার এবং বেল ল্যাবের প্রিন্সিপ্যাল রিচার্চ সায়েন্টিস্ট ড. অখিল মথুর।  

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক ও ড. মুহাম্মদ আমিনুর রহমান এতে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারিসহ যেকোনো জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় বরাবরই প্রযুক্তির ভূমিকা বেশি ছিল। ইতোমধ্যেই স্মার্ট ডিভাইস ব্যবহার করে কোভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন গবেষণা তথা রোগ শনাক্তরণ, থেরাপিউটিক ও ভাইরাস বিস্তারের বিভিন্ন দিক খোঁজা হচ্ছে। ভবিষ্যতের যে কোনো মহামারি রোধেও তা অব্যাহত থাকবে।  

অনুষ্ঠানে অধ্যাপক ড. জিয়ানকার্লো ফর্টিনো স্মার্ট সেন্সরের নতুন অনুষঙ্গ হ্যান্ডসেক ডিটেকশন সিস্টেম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এটা এমন একটা সিস্টেম, যা মানুষের শরীরে লাগানো হলে এটিই তার করোনা উপসর্গ বলে দেবে। নিরাপদ সামাজিক দূরত্ব ও দূর থেকে মানব শরীর কন্ট্রোলের নানা দিক নিয়েও আলোচনা করেন তিনি।

প্রসঙ্গত ‘ইমার্জিং সেন্সিং অ্যান্ড কম্পিউটিং টু অ্যাড্রেস কোভিড-১৯’ শীর্ষক দুই দিনব্যাপী এ লেকচার সিরিজের দ্বিতীয় পর্ব আগামী ৫ জুলাই একই প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।  

এদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড বিগ ডেটা অ্যানালাইসিস টু অ্যাডড্রেস কোভিড-১৯ চ্যালেঞ্জেস শীর্ষক বক্তব্য অনুষ্ঠিত হবে। পুরো কার্যক্রমে সহায়তা করছে আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশে চ্যাপ্টার।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।