ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিটিআইগুলো পাবে আরও একজন সহকারী সুপার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ২, ২০২০
পিটিআইগুলো পাবে আরও একজন সহকারী সুপার

ঢাকা: দীর্ঘ প্রচেষ্টার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে প্রতিটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) আরও একটি সহকারী সুপারের পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।

এতে একজন সুপারিনটেনডেন্টের সঙ্গে দু’জন সহকারী সুপার দায়িত্ব পালন করবেন।
 
বৃহস্পতিবার (২ জুলাই) প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে এই পদ অনুমোদন আসে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।


 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন পদ সৃষ্টির অনুমোদনের ফলে পিটিআইতে কর্মরত ইন্সট্রাকটরদের পদোন্নতির পথ সুগম হলো।
 
এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সুপারিনটেনডেন্ট বাংলানিউজকে বলেন, প্রায় ১০ বছর আগে জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের পদ সৃষ্টি করা হলেও সহকারী সুপারের পদ সৃষ্টি আটকে যায়।
 
তিনি বলেন, নতুন এই সিদ্ধান্তে ইন্সট্রাকটরদের পদোন্নতির পথ সুগম হলো। এতে কাজের আরও সুবিধা হবে।
 
বর্তমানে সারাদেশে ৫৬টি পিটিআই রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।