ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

করোনা উপসর্গে রাবি অধ্যাপকের মৃত্যু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জুলাই ২, ২০২০
করোনা উপসর্গে রাবি অধ্যাপকের মৃত্যু

রাবি: করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের (৮৬) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মারা যান।
 
ড. ফকরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ছিলেন।

তার বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে বলেন, দুপুর ১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের করোনা ওয়ার্ডে রেখে ভর্তির যাবতীয় কাজ চলছিলো। এরমধ্যেই তিনি মারা যান। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।  

ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলামের মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।