ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

গ্রিন ইউনিভার্সিটিতে ভার্চ্যুয়াল নবীনবরণ

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, জুলাই ৪, ২০২০
গ্রিন ইউনিভার্সিটিতে ভার্চ্যুয়াল নবীনবরণ

ঢাকা: ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে করোনা ভাইরাসকালে অনলাইন শিক্ষাজগতের সর্বোচ্চ ব্যবহার শিখে শিক্ষার্থীদের দেশ গড়ায় আহ্বান জানান বক্তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সামদানী ফকির বলেন, করোনা মহামারি যেমন গোটা বিশ্ব মানবের জীবনকে বাধাগ্রস্ত করেছে, তেমনি তা শিক্ষার ক্ষেত্রে অনলাইন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাই ইন্টারনেট জগতে আধুনিক ও যুগোপযোগী যত ধরনের জ্ঞান ও দক্ষতা আছে, সব শিক্ষার্থীদের অর্জন করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রিয়েট, সার্কুলেট কানেক্ট এবং কোলাবোরেট এই চার ধরনের গুণাবলী অর্জনের আহ্বান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান যুগ বিশ্বায়নের। যার সঙ্গে তাল মিলিয়ে গ্রিন ইউনিভার্সিটিও এগিয়ে চলেছে। অতএব বৈশ্বিক মহামারিতে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার শিখতে হবে। এ সময় শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।  

শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ফায়জুর রহমান। তিনি বলেন, অনলাইন শিক্ষার সীমাবদ্ধতা নেই, দেশ কিংবা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা নিতে পারেন।  

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।