জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘ইথারে ইথারে প্রতিধ্বনিত হোক মুক্তির পয়গাম’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনির দু’দিন ব্যাপী আবৃত্তি উৎসব-২০২০ শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে শুরু হয় আয়োজনটি।
প্রথম দিনের আয়োজনে কবিতা পরিবেশন করেন আবৃত্তি শিল্পী মেহেদী হাসান, সংগঠনটির সাবেক সভাপতি কামাল উদ্দিন রিমন ও তৌহিদুল ইসলাম সিউল।
উৎসবের দ্বিতীয় দিন আয়োজনে অংশ নিবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রেজিনা ওয়ালী লীনা, আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, পারভেজ চৌধুরী এবং বিপ্লব সাহা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ধ্বনির দুই যুগ পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো অনলাইনে এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ০৬২৫, অক্টোবর ১২, ২০২০
এমএমআই/এমআরএ