জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়াতে সপ্তাহে এক কর্মদিবস বাড়িয়ে তিন দিন অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
রোববার (০১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, সপ্তাহে দুই দিন অফিস চালু থাকায় কাজের চাপ অনেক বাড়ছে। এজন্য সাপ্তাহিক কর্মদিবস এক দিন বাড়িয়ে তিন দিন করা হয়েছে। এছাড়া প্রতি কর্মদিবস আগের চেয়ে একঘণ্টা আগে শুরু হবে। রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দুইটা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।
এর আগে রোববার ও বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চালু ছিলো।
এদিকে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী, সরকারি ছুটি ব্যতীত কোনো প্রশাসনিক অফিস বন্ধ রাখতে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করছে জাবি প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়সমূহ সরকারের এ নিয়ম মেনে নিয়মিত অফিস করলেও সরকারি এই নিয়মের তোয়াক্কা করছে না জাবি প্রশাসন।
নাম প্রকাশ না করার শর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ডেপুটি রেজিস্ট্রার বাংলানিউজকে জানান, সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বাড়তি সুবিধা ভোগ করছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এজন্যই কর্মঘণ্টা ও কর্মদিবস বাড়ানো কোনো নোটিশ দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। মৌখিকভাবে প্রত্যেককে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয় রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষ থেকে।
নোটিশ প্রদান না করার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, তোমরা মোবাইল ফোনে কথা বলার সময় তোমাদের অধিকাংশ কথাই আমি শুনতে পাই না। এজন্য আমি মোবাইল ফোনে কাউকে কোনো মন্তব্য দেই না।
তাকে পুনরায় নোটিশ প্রদান না করার কারণ জানতে চাইলে ‘তুমি কাল আমার অফিসে আসো, সাক্ষাতে কথা বলবো’ বলে ফোন কেটে দেন।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এএটি