ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে’ সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
‘বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে’ সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

ঢাকা: শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কিনা, আবাসিক হলগুলো কবে খোলা হবে, পরীক্ষা নেওয়া হবে কিনা-এসব নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।   

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় অনলাইনে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি জানান, করোনাকালীন উচ্চ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী অনলাইনে সংবাদ সম্মেলনে কথা বলবেন।  

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্ত হয়। এরপর গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।  

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি হলের তালা ভেঙে ঢুকে পড়েন। আগের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা তালা ভেঙে হলের ভেতরে অবস্থান নেয়।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।