ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় খুললে শাবিপ্রবির চলমান পরীক্ষা নেবো: উপাচার্য

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
বিশ্ববিদ্যালয় খুললে শাবিপ্রবির চলমান পরীক্ষা নেবো: উপাচার্য শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

শাবিপ্রবি, (সিলেট): আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দ্বিতীয় ধাপের পরীক্ষা ও চলমান স্নাতক এবং স্নাতকোত্তরের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, যেহেতু সরকারিভাবে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৭ মে আবাসিক হল এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খুলবে। সেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় খুললে ফাইনাল পরীক্ষাগুলো শুরু হবে। যাদের রুটিন দেওয়া হয়েছে তাদের পরীক্ষাগুলো স্থগিত করে পরবর্তীতে সংশোধিত রুটিন অনুযায়ী পরীক্ষা হবে।

বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা হবে কিনা জানতে চাইলে উপাচার্য বলেন, আমরা পরীক্ষা গত ১৭ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করেছি তা এক মাস সময় নিয়ে ১৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিলো। তবে, কিছু বিভাগের এখনো দু-একটি পরীক্ষা বাকি আছে। বাকি পরীক্ষাগুলো সরকারি নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।