ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৭ কলেজের সব পরীক্ষা স্থগিত: ঢাবির উপ-উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২১
৭ কলেজের সব পরীক্ষা স্থগিত: ঢাবির উপ-উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পর এবার এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

চলতি বছরের ২৪ মে থেকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার পরদিন এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন সাত কলেজের সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা ফেব্রুয়ারি ২৩, ২০২১
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।