ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে বিএনসিসি ক্যাডেটদের দায়িত্ব হস্তান্তর

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
জবিতে বিএনসিসি ক্যাডেটদের দায়িত্ব হস্তান্তর ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর ২ বিএনসিসি ব্যাটালিয়ন জবি শাখার ক্যাডেটদের দায়িত্ব হস্তান্তর, পদোন্নতি ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভাষা শহীদ রফিক ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এসময় বিভিন্ন ক্যাডেটদের পদোন্নতির ব্যাচ পরিয়ে দেন উপাচার্য।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো ওহিদুজ্জামান, প্রক্টর মোস্তফা কামাল, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক নাসির উদ্দীন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলফা কোম্পানি ২ বিএনসিসি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পিইউও আতিয়ার রহমান।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।