ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ‘জার্নাল অব আর্টস’র মোড়ক উন্মোচন

জবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, মার্চ ১, ২০২১
জবিতে ‘জার্নাল অব আর্টস’র মোড়ক উন্মোচন জার্নাল অব আর্টসের মোড়ক উন্মোচন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘জার্নাল অব আর্টস’র ভলিউম ১০ এর প্রথম ইস্যুর মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (০১ মার্চ) দুপুর ১২টার দিকে জবির উপাচার্যের সভাকক্ষে এ মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্তিত ছিলেন জবির ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব আর্টসের সম্পাদনা পরিষদের প্রধান সম্পাদক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, সহযোগী সম্পাদকরা এবং সদস্যরা।

এ বিষয়ে ডিন অধ্যাপক ড.চঞ্চল কুমার বোস বলেন, প্রতি বছরই বিশ্ববিদ্যালয় থেকে আমরা জার্নাল অব আর্টস বের করি। যেখানে ডিপার্টমেন্টের শিক্ষিকদের গবেষণাগুলো লেখা থাকে। এটা আমাদের ভলিউম ১০ এর প্রথম ইস্যু। আর দ্বিতীয় ইস্যু বের করার জন্য আমাদের সব লেখা সংগ্রহে আছে। এটা রিভিউ করে কিছুদিনের মধ্যে বের করবো।

জবির কলা অনুষদের নয়টি বিভাগের জার্নাল অব আর্টসের গবেষণায় অন্তর্ভুক্ত শিক্ষক মণ্ডলীরা ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।