ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ৬, ২০২১
শাবিপ্রবি ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীর গোসলের ভিডিও দৃশ্য ধারণের অভিযোগ উঠেছে নগরীর বহিরাগত এক যুবকের বিরুদ্ধে।

ওই ছাত্রীর মেসে ভেন্টিলেটরের ছিদ্র ‍দিয়ে গোসলের ভিডিও ধারণের চেষ্টা করেন ওই যুবক।

তবে তাকে এখনও শনাক্ত করা যায়নি।

জানা যায়, শুক্রবার (৫ মার্চ) রাতে গোসলের উদ্দেশে বাথরুমে প্রবেশ করেন ওই ছাত্রী। গোসলের এক পর্যায়ে ভেন্টিলেটরে মোবাইলের ফ্লাশ লাইট দেখে চিৎকার করে ওঠেন তিনি। এ সময় ভিডিও ধারণকারী যুবক তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ বিষয়ে জালালবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমরা কয়েকজনের মোবাইল জব্দ করি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ভিকটিম কেউই এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি। ’

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।