ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
সাতক্ষীরায় হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 

সাতক্ষীরা: বহুমুখী উন্নয়নের অংশ হিসেবে সুশিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের উচ্চতর লেখাপড়া সহজতর করতে ২২ লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত সাতক্ষীরায় স্থাপিত হবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।

বিষয়টি উল্লেখ করে গত ৭ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব শাফায়েত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সাতক্ষীরা জেলা উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। জেলার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে এ জেলাকে উন্নয়নের মহাসড়কে সংযুক্ত করা আবশ্যক। বহুমুখী উন্নয়নের অংশ হিসেবে সুশিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের উচ্চতর পড়াশোনা সহজতর করতে সাতক্ষীরা জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।