ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হিন্দুদের বাড়িতে হামলা: ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
হিন্দুদের বাড়িতে হামলা: ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সংগঠিত সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে জড়িত সবার গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে সনজিত চন্দ্র দাস বলেন, আমরা মুজিব আদর্শের রাজনীতি করি, আমরা ছাত্রলীগ করি, আমরা সব সংগঠনের ভুল ধরতে পারি, সংগঠন হিসেবে আমরা অনেক প্রাচীন সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এক ভাষণে বলেছিলেন, আওয়ামী লীগ ভুল করতে পারে, কিন্তু আমার ছাত্রলীগ ভুল করতে পারে না। আমাদের প্রত্যেকটি ধর্মের প্রতি সম্মান রয়েছে। কিন্তু এ মামুনুল হকদের কোনো সম্মান নেই।

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, স্বাধীনভাবে বসবাসের অধিকার যারাই ক্ষতিগ্রস্ত করতে চায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে নেমে আসবে।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ উদ্দিন বাবু, রাকিব হোসেন, তিলোত্তমা শিকদার, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তাপস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২১
এসকেবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।