ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকিতে সিগারেট না পেয়ে মারধরের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
বাকিতে সিগারেট না পেয়ে মারধরের অভিযোগ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

রাবি: সিগারেট বাকি না দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক দোকানিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে।  

বৃহস্পতিবার (১৮ মার্চ) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ক্যাম্পাস ফুড কর্নারে এ মারধরের ঘটনা ঘটে।

 

অভিযুক্ত শেখ সিয়াম বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। মারধরের শিকার শাহ আলম বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের ‘ক্যাম্পাস ফুড কর্নারের স্বত্ত্বাধিকারী। মারধরের সময়ে শেখ সিয়ামের সঙ্গে আরও তিনজন ছাত্রলীগ কর্মী ছিলেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর অনুসারী বলে জানা গেছে।  

ভুক্তভোগী দোকানি শাহ আলম জানান, ছাত্রলীগ কর্মী সিয়াম তার কাছে সিগারেটের জন্য আসেন। শাহ আলম বলেন সিগারেট নিতে হলে আগে টাকা দিতে হবে। আমি বাকিতে সিগারেট দেবো না। তখন ওই ছাত্রলীগ কর্মী বলেন আমাকে মিশু ভাই পাঠিয়েছেন। আমি তাকে বলি যেই পাঠাক তোমাকে বাকিতে সিগারেট দেওয়া যাবে না। তখন তিনি দোকান ত্যাগ করেন। পরবর্তীতে তিনি আরও তিনজনকে নিয়ে এসে আমাকে বলে তুই মিশু ভাইকে চিনিস? এটা বলেই তারা আমাকে দোকানের ভেতরে ঢুকিয়ে মারধর করেন।  

অপরদিকে মারধরের বিয়ষটি অস্বীকার করেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।  

তিনি বাংলানিউজকে বলেন, আমি এক ছোট ভাইকে ওই দোকানে চা-সিগারেটের জন্য পাঠাই। সেগুলো দেওয়ার আগেই আলম টাকা চান। এ নিয়ে ওদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তবে, ওখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি।  

এ বিষয়ে অভিযুক্ত সিয়ামের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।