ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪১তম বিসিএস: পরীক্ষার্থীদের মাস্ক আছে, নেই সামাজিক দূরত্ব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
৪১তম বিসিএস: পরীক্ষার্থীদের মাস্ক আছে, নেই সামাজিক দূরত্ব হলের প্রবেশ মুখে পরীক্ষার্থীদের ভিড়, ছবি: শাকিল আহমেদ

ঢাকা: কঠোর স্বাস্থ্যবিধি মেনে দেশের আট বিভাগীয় শহরের কেন্দ্রে ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, পরীক্ষার্থীদের মুখে মাস্ক থাকলেও প্রবেশ মুখে জটলা করছেন তারা।

ফলে সামাজিক দূরত্ব মানছেন না কেউ।

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ, গভমেন্ট মুসলিম বিদ্যালয়, মহানগর মহিলা কলেজ কেন্দ্রের সামনে এমন চিত্রই দেখা গেছে। এদিন সকাল ৭টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে এসেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য শুক্রবার (১৯ মার্চ) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকায় পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ আগেই জানিয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীরা যাতে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন, এজন্য অনুরোধ করা হয়েছিল।

করোনার কারণে পরীক্ষা না নিতে পরীক্ষার্থীদের একটি অংশের দাবির মধ্যেই ৪১তম বিসিএসের এ যুদ্ধ হতে যাচ্ছে। এতে পাঁচ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

তবে করোনা পরিস্থিতির অবনতির কারণে বেশ কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে পরীক্ষার্থীদের। এর মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতসহ পরীক্ষার্থীদের হাত ধুয়ে হলে প্রবেশের নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ স্বাক্ষরিত নির্দেশনা পাঠানো হয়।

সেগুলো হলো-
>প্রতিটি পরীক্ষা হলে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

>পরীক্ষা হলের বাইরে পরীক্ষার্থীদের হাত ধোয়ার ব্যবস্থা/হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে।

>পরীক্ষার্থীদের হলে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপ করার জন্য নন-কনট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটারের সুবিধা রাখতে হবে।

>প্রতিটি পরীক্ষা হলের কন্ট্রোল রুমে মাস্ক এবং জীবাণুনাশকের ব্যবস্থা থাকতে হবে।

>শিক্ষা প্রতিষ্ঠানের মেঝেসহ সব এলাকা পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।

>স্বাস্থ্যবিধি পালনের বার্তা সংবলিত পোস্টার/ফেস্টুনের মাধ্যমে প্রচার করতে হবে।

>অপেক্ষমাণ জনসমাগম নিয়ন্ত্রণ করতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়া যেতে পারে।

>শিক্ষা প্রতিষ্ঠানের পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

>পরীক্ষার্থীরা কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে হলে প্রবেশ করবে। প্রয়োজনে গোল চিহ্ন দিয়ে দাঁড়ানোর স্থান নির্দিষ্ট করে দিতে হবে। মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী হলে প্রবেশ করতে পারবে না।

>আসন ব্যবস্থায় দু’জন পরীক্ষার্থীর মধ্যে কমপক্ষে তিন ফুট দূরত্ব থাকতে হবে।

>পরীক্ষার হলের বাইরে অভিভাবকের সমাবেশ পরিহারসহ যে কোনো ধরনের জনসমাগম পরিহার করতে হবে।

>সরকারি কর্ম কমিশন এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করে।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৬৬ শূন্য পদে প্রার্থী নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট দুই হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পরীক্ষায় প্রায় পাঁচ লাখ পরীক্ষার্থী আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২১
এমআইএইচ/এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।