ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি প্রেসক্লাব নেতাদের সঙ্গে শিক্ষক সমিতির মতবিনিময়

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
শাবিপ্রবি প্রেসক্লাব নেতাদের সঙ্গে শিক্ষক সমিতির মতবিনিময় চলছে মতবিনিময়। ছবি: বাংলানিউজ

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের নেতাদের সঙ্গে নবগঠিত ‘শাবি শিক্ষক সমিতি’র নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন ‘বি’র কনফারেন্সরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় সম্প্রতি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।

তারা বলেন, মুজিব শতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। শাবি শিক্ষক সমিতি দুষ্কৃতিকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ, আইনের যথাযথ প্রযোগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের ঘৃণিত কাজ বন্ধ করতে হবে।

তারা আরও বলেন, শাবি শিক্ষক সমিতিবিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। আমরা আশা করি, চলমাল উন্নয়ন কর্মকাণ্ড টেকসই হবে।

এ সময় শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম, সহ-সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির, সদস্য সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমদ, সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুুল হাকিম, সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লা আল সোয়েব, সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।