ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি উপাচার্যসহ প্রশাসনের ৫ কর্মকর্তাকে আইনি নোটিশ

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
রাবি উপাচার্যসহ প্রশাসনের ৫ কর্মকর্তাকে আইনি নোটিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি: ফল বিপর্যয়ের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের ৫ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা।  

রোববার (৪ এপ্রিল) শিক্ষার্থীদের পক্ষে রাজশাহী জজ কোর্টের আইনজীবী নূর-এ-কামরুজ্জামান এই নোটিশ পাঠান।

আগামী ৩০ দিনের মধ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে আদালতে মামলা দায়েরের কথাও নোটিশে উল্লেখ করা হয়।
 
আইনি নোটিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম এবং বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে পাঠানো হয়েছে।
 
নোটিশে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (প্রথম ব্যাচ) শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের জন্য বিভাগের ও পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নৈতিক স্খলনই দায়ী। এর আগে শিক্ষার্থীরা দুইজন উপ-উপাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক, ছাত্র-উপদেষ্টার কাছে আবেদন করলেও তারা কোনো পদক্ষেপ নেননি। এই নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে সব উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে পুনরায় ফলাফল প্রকাশ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বলা হয়েছে।  
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমরা এখন পর্যন্ত নোটিশ পাইনি।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।