ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সাবেক ভিসির মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
করোনায় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সাবেক ভিসির মৃত্যু

ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক উপাচার্য (ভিসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান।

শনিবার (১৭ এপ্রিল) দিনগত রাতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির সহাকারী জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিন শাহীন।

তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত সিকদার।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র ট্রাস্টি সদস্য, উপাচার্য, সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে বিশ্ববিদ্যালয় পরিবার।

উত্তরা ৫নম্বর সেক্টরে মসজিদ আল মাগফিরায় বাদ যোহর নামাজে জানাজা শেষে তাকে ৪নম্বর সেক্টরের কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২১
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।