ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির ‘সুপা’র আলোকচিত্র প্রদর্শনী হিরেথ-৪

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
শাবিপ্রবির ‘সুপা’র আলোকচিত্র প্রদর্শনী হিরেথ-৪

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা) চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘আন্তঃ শাবিপ্রবি আলোকচিত্র প্রদর্শনী- হিরেথ-৪’।

সোমবার (১৯ এপ্রিল) সংগঠনটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান সুপা’র সাধারণ সম্পাদক প্রেম রাজ সাহা।

প্রেম রাজ সাহা জানান, মহামারি করোনার কারণে এবার ভার্চ্যুয়াল গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন করা হবে। শাবিপ্রবির যে কেউ ছবি সাবমিশন করতে পারবেন। এবার ছবি প্রতি রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। আগামী ০৫ মে পর্যন্ত সুপা’র নিজস্ব ওয়েবসাইট http://hiraeth.supasust.org - এ ছবি দেওয়া যাবে।

তিনি আরও জানান, এই আলোকচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের প্রদত্ত রেজিস্ট্রেশন ফি’র টাকা অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে দেওয়া হবে।

এদিকে সংগঠনটির সাধারণ সভা চলাকালে বক্তব্য রাখেন সুপা’র বর্তমান কমিটির সাধারণ সম্পাদক প্রেম রাজ, সহ-সভাপতি মাশফিক উপল অমি, হিরেথ-৪ এর কনভেনর, মো. মশিউর রহমান, ১৫তম কমিটির সভাপতি মো. আহনাফ তাহমিদ গালিব, ১৮তম কমিটির সহ-সভাপতি তায়াবুর রশিদ চৌধুরি লিওন, ১৯তম কমিটির সভাপতি আশরাফুল বারী অভি, ২২তম কমিটির সভাপতি শাহ নেওয়াজ সায়েম, ২২তম কমিটির সাধারণ সম্পাদক নাগিব মাহফুজ প্লাবন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।