ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনায় আক্রান্তদের জন্য ফ্রি অক্সিজেন সার্ভিস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
করোনায় আক্রান্তদের জন্য ফ্রি অক্সিজেন সার্ভিস ...

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করেছে।  

সম্প্রতি এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটির পরিচালক (ইঞ্জিনিয়ার) কাজী তাইফ সাদাত।

 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির ট্রেজারার কামরুল হাসান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহাবুবুল হকসহ বিভিন্ন বিভাগের প্রধানরা।

বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহারের সার্বিক দিক নির্দেশনায় প্রথম পর্যায়ে মোট ১০টি সিলিন্ডারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়, জানান ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) সোহেল আহসান নিপু।

ভবিষ্যতে এ সেবা আরও বিস্তৃত করা হবে বলে জানান ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদাত।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২১
এমআইএইচ/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।