ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অডিও রেকর্ড মিথ্যা দাবি করলেন রাবি শিক্ষক আলী হায়দার

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মে ১১, ২০২১
অডিও রেকর্ড মিথ্যা দাবি করলেন রাবি শিক্ষক আলী হায়দার

রাবি: বাংলানিউজে প্রকাশিত 'চাকরিপ্রত্যাশীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ, অডিও ফাঁস' শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এফএম আলী হায়দার।  

মঙ্গলবার (১১ মে) দুপুরে গণমাধ্যমে নিজ স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠান তিনি।

অডিওটি তার নয় দাবি করে প্রতিবাদলিপিতে তিনি বলেন, গত ১০ মে বাংলানিউজসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত কল্পকাহিনী প্রচার করা হয়েছে। আমার সঙ্গে কথিত অডিও কথোপকথনের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। কে বা কারা আমাকে অনুমান করে এটি তৈরি করেছে, যা আমি প্রথম ২০১৭ সালে ফেসবুকে ফেইক আইডি থেকে শুনেছি এবং পরে দেখেছিলাম। ফেসবুকে ফেইক আইডি হওয়ায় আমি তার কোনো ব্যবস্থা নিতে পারিনি। একটি মহল এ সম্পর্কে এতদিন পরে আবার নানান ষড়যন্ত্র করছে।  

পড়ুন এ সংক্রান্ত আরও সংবাদ: চাকরিপ্রত্যাশীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্কের অভিযোগ, অডিও ফাঁস

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মে ১১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।