ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মে ২৪, ২০২১
বশেমুরবিপ্রবি খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


 
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি
এ সময় অর্থনীতির বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমন মোল্লা, একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সালমা জাহান, আইন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র সাবিক হোসেন হৃদয় প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক। আমরা আর ঘরে বসে থাকতে চাই না, ক্লাসে ফিরতে চাই।
 
তারা আরও বলে, দেড় বছর যাবত আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ। এতে আমরা সেশনজটে পড়ছি এবং লেখাপড়ায় পিছিয়ে পড়ছি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।