ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

করোনা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে, প্রশ্ন ইবি শিক্ষার্থীদের

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ২৪, ২০২১
করোনা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে, প্রশ্ন ইবি শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ইবি: আবাসিক হল ও শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হল ও ক্যাম্পাস খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম স্বাভাবিককরণ, স্থগিত হওয়া পরীক্ষাগুলো রুটিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।  

মানববন্ধনে শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আমড়া কাঠের ঢেঁকি হয়ে আসিনি। ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। শিক্ষার্থীদের মধ্যে অনেকেই অসচ্ছল আছি। পরিবার আমাদের দিকে চেয়ে আছে। আমরা পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরতে চাই। আমরা চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকসহ অন্য দাবিগুলো মেনে নিন। অন্যথায় কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো। ’

শিক্ষার্থীরা আরো বলেন, ‘বাস, লঞ্চ ট্রেন, হোটেল, রেস্টুরেন্ট, শপিংমলসহ সব চলে। করোনা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে? শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড ভেঙে যাওয়া শুরু করেছে। সর্বাত্মক ‘লকডাউন’ দিয়ে সব বন্ধ রাখলে আমরাও ঘরে থাকবো। কিন্তু সব চলবে, আমরা ঘরে বসে থাকবো, এ হতে পারে না। ’

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।