ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ২৭, ২০২১
বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে অতিদ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ মে) উপাচার্যের দফতরে এ স্মারকলিপি জমা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল-ক্যাম্পাস খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ক আসিফ মাহমুদ।

এসময় পাঁচজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

স্মারকলিপি দেওয়ার পর আসিফ মাহমুদ বাংলানিউজকে বলেন, আমরা স্মারকলিপি জমা দিয়েছি। এছাড়া ২৯ মে আমরা বিক্ষোভ সমাবেশ করবো। উপাচার্য স্যার আমাদের অপরাধীর মতো দাঁড় করিয়ে রেখেছেন। অনলাইনে যারা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আন্দোলন করে তাদের মানসিক বিকারগ্রস্ত বলেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।