ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফের জবিতে বাড়লো বন্ধের মেয়াদ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ৬, ২০২১
ফের জবিতে বাড়লো বন্ধের মেয়াদ ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১৬ জুন পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে জরুরি প্রয়োজন সাপেক্ষে খোলা রাখা যাবে বিশ্ববিদ্যালয়ের বিভাগ, ইন্সটিটিউট ও দপ্তর।

এছাড়াও চালু থাকবে জরুরি পরিসেবাসমূহ।

রোববার (৬ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইন্সটিটিউট, বিভাগ ও দপ্তর বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে বিভাগ, ইন্সটিটিউট ও দপ্তর খোলা রাখা যাবে।

এ সময় অন-লাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং মেডিক্যাল সেবা) চালু রাখার পাশাপাশি সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য নির্দেশনাও প্রতিপালনের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাংলা‌দেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ০৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।