ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সফটওয়্যারের মাধ্যমে চুড়ান্ত পরীক্ষা বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
সফটওয়্যারের মাধ্যমে চুড়ান্ত পরীক্ষা বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির সফটওয়্যারের মাধ্যমে চুড়ান্ত পরীক্ষা বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির।

ঢাকা: করোনা প্রাদুর্ভাবের কারণে স্থগিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চুড়ান্ত পরীক্ষাসমূহ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্তাবধায়নে তৈরিকৃত প্রক্টরড রিমোট এক্সাম সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সফল ও সুন্দর পরিবেশে অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আইওটি বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের পরীক্ষা সফল ও সুন্দর পরিবেশে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর অনলাইনে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন। ইনভিজিলেটরগন তাদের নিজ নিজ প্যানেল থেকে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা তদারকি করেন।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি টিম এবং পরীক্ষা কমিটি সার্বক্ষণিক অনলাইনে থেকে ইনভিজিলেটররা এবং পরীক্ষার্থীদের প্রযুক্তিগত ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পদ্ধতিতে সম্পূর্ণ অথেনটিক এবং রিলায়েবল ভাবে পরীক্ষা নেওয়া সম্ভব, যা অন্য কোনো ভিডিও কনফারেন্সিং মাধ্যম ব্যবহার করে সম্ভব নয়। বাংলাদেশে এই প্রথম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম একটি আন্তর্জাতিক মানের সফটওয়্যার ব্যবহার করে করোনা পেন্ডামিকের মধ্যে সফলভাবে পরীক্ষা নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করলো।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা এবং পরীক্ষার্থীরা স্থগিত হওয়া পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০১৯, আগস্ট ৭, ২০২১ 
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ