ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইইউবিএটিতে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
আইইউবিএটিতে অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ইকোনমিক্স সোসাইটি ‘আইইউবিএটি ইকোনমিক্স কালচারাল ফিয়েস্তা’ শীর্ষক  অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    

এ সময় উপস্থিত ছিলেন- আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, অ্যালামনাই অ্যাফেয়ার্সের পরিচালক এ কে এম শরফুদ্দিনসহ  বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক, ছাত্র ও অ্যালামনাইরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. বিলকিস রায়হানা। পরিচালনা করেন অর্থনীতি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ টিটু। অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান সব অতিথি ও অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা জানান।  

এ সময় নাচ, গান, আবৃতি, কৌতুক ও চিত্র অংকনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ সময় ১৮১৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ